নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার থাইংখালী শিবির থেকে অপহরণের ১৯ দিন পর দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন)।
আজ বৃহস্পতিবার ( ৩০ডিসেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের শালবাগান শিবির সংলগ্ন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া দুই কিশোর হলো, উখিয়া উপজেলার থাইংখালী শিবিরের বি ব্লকের আশ্রিত রোহিঙ্গা করিমুল্লাহ ছেলে মো. আনাস(১৪) একই শিবিরের সি ব্লকের মো. হোসেনের ছেলে আব্দুল্লাহ (১৩)।
জানাযায়, গত ১৯ ডিসেম্বর রাতে একদল দূস্কৃতকারী ওই দুই কিশোরকে অপহরণ করে নিয়ে গেলে বিষয়টি স্বজনেরা এপিবিএনকে অবহিত করে। ঘটনার পর থেকে ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে শালবাগান ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশের একটিদল অভিযান চালিয়ে শিবিরের ব্লক-ই/১সংলগ্ন পাহাড় থেকে অপহৃত দুই রোহিঙ্গা কিশোরকে উদ্ধার করতে সক্ষম হয়।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম বলেন, উদ্ধারকৃত অপহৃতদদের হেফাজতে রয়েছে। তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। সেই সাথে ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার অভিযান চলছে।
Discussion about this post