মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অশ্লীল নৃত্য পরিবেশন করায় বকশীগঞ্জ পৌরসভার লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমানকে শোকজ করেছেন পৌর কর্তৃপক্ষ।
গত মঙ্গলবার রাতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযুগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডে একযুগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ নং ওয়ার্ডের অনুষ্ঠানে আমার অবর্তমানে বিনা অনুমতিতে লাইসেন্স পরিদর্শক মিজানুর রহমান অতিথি নৃত্য শিল্পি দিয়ে অশ্লীল নৃত্য পরিবেশন করে পৌরসভা তথা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। এমন কর্মকান্ডের জন্য তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এবং ঐ ওয়ার্ডের কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
Discussion about this post