রমজান শেখ (স্বপন) জামালপুর সংবাদদাতা:
জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামে ‘অনির্ধারিত’ বিয়ে সম্পন্ন হয়েছে।শুক্রবার রাতে অসামাজিক কাজ করতে গিয়ে ধরা পড়া তরুণ-তরুণীর বিয়ে হয়েছে তরুনীর বাড়িতে ।ইউনিয়ন পরিষদ সদস্যসহ (মেম্বার) দুই পরিবারের লোকজন এ সময় উপস্থিত ছিলেন। বিয়ে শেষে উপস্থিত সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে,মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের আমির্ত্তী গ্রামের নূরনবী মিয়ার ছেলে বোরহান মিয়ার সঙ্গে পার্শ্ববর্তী চর সগুনা গ্রামের পলোয়ান মন্ডলের মেয়ে শ্রাবন্তী আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক। গতকাল শুক্রবার(০৩মে) সন্ধ্যায় শ্রাবন্তীকে নিয়ে নির্জন স্থানে দেখা করতে আসে বোরহান। এ সময় আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে স্থানীয় লোকজন।পরে শ্রাবন্তী ও বোরহান কে শ্রাবন্তী বোনের বাড়িতে আটকে রাখা হয়। সেখানেই বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়।
প্রথমে মীমাংসা না হওয়ার রাতেই শ্রাবন্তী ও বোরহানকে শ্রাবন্তীর বাড়িতে আনা হয় এবং রাতেই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও উভয় পরিবারের লোকজন এসে কথা বলেন। উভয় পরিবারের সম্মতিতে সাত লক্ষ টাকা দেনমোহরে রাতেই বিয়ে দেওয়া হয়।
ছেলে-মেয়ে দুইজনেরই বিয়ের বয়স হয়নি।
শ্রাবন্তী এ.সি.এস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।অপর দিকে বোরহান অনার্স প্রথমবর্ষে ভর্তির জন্য আবেদন করেছে।
দুইজনের পরিবারের লোকজন সম্মতি দেওয়ায় বিয়ে পড়ানো হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
Discussion about this post