মনিরুজ্জামান মনির, যশোর প্রতিনিধি:
১৮ এর কোটা সংস্কার থেকে ২৪ এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাংখায় নতুন বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক গন সমাবেশ যশোরে অনুষ্ঠিত হয়েছে।
যশোর গনঅধিকার পরিষদের জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে টাউন হল ময়দানে মুন্সি মেহেরুল্লাহ মঞ্চে এ অনুষ্ঠান হয়।
সমাবেশে সংগঠনের জেলা শাখার সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
তিনি বলেন, বাংলাদেশে রাজনীতিকে পেশিশক্তি ও কালো টাকার প্রভাবে কলুষিত করা হয়েছে। একসময় কোটি কোটি টাকা খরচ করে এমপি নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার হয়েছে। এই দুর্বৃত্তায়নের রাজনীতি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। বিএনপি জামাতের মধ্যে বিভাজন থাকতেই পারে এবং আমাদের মধ্যেও ভিন্ন মত থাকুক, তবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই এক । এ লক্ষ্যেই গণ অধিকার পরিষদ রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে অচল মাল, তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন পুলিশ সহ অন্যান্য সকল সংস্থায় স্বচ্ছ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। আজকে আমাদের সুযোগ এসেছে রাষ্ট্র সংস্কারের। রাষ্ট্র সংস্কার না করে কোন নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থার সংস্কার করতে হবে। উচ্চ কক্ষে পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন দিতে হবে। ক্ষমতায় যারা একা যেতে চান,ক্ষমতার সব যারা একা খেতে চান, হাসিনাকে দেখে শিক্ষা নিন। জুতা ছাড়াই দিল্লির মাল দিল্লী চলে গেছেন । তিনি সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে ঐক্যমত থাকার আহবান জানান।
সমাবেশ উপস্থিত ছিলেন,সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক রাঁশেদ খান,সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান,সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক হাসান আল মামুন,খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।

































Discussion about this post