নিজস্ব প্রতিবেদকঃ
কিছু কিছু মানুষ আছেন, যারা পৃথিবীতে আসেন তাদের চারপাশের সবকিছুকে কর্মের দ্বারা আলোকিত করার জন্য এবং উপস্থিতি সবাইকে আনন্দে মাতিয়ে রাখার জন্য। সামাজিক কিংবা পারিবারিক বন্ধনে বেঁধে রাখেন আশেপাশের মানুষগুলোকে। পঙ্কিলতা যাদেরকে কখনো স্পর্শ করে না এবং মন হয় না কখনো কলুষিত। নিষ্পাপতাই যাদের প্রধান শক্তি, সেরকম একজন অতি সাধারণ মানুষ, তারুন্যের অহংকার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মুহাম্মদ মহসিন মিয়া।
অদ্য ২১শে মার্চ এডভোকেট মুহাম্মদ মহসিন মিয়ার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার দীর্ঘায়ূ, সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনা করেছেন সোনারগাঁও পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সির প্রার্থী, গরীবের উকিল নামে খ্যাত এবং সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন, সোনারগাঁ উপজেলার সভাপতি এডভোকেট মো: ফিরোজ মিয়া।
এডভোকেট মুহাম্মদ মহসিন মিয়ার শুভ জন্মদিন উপলক্ষে এডভোকেট মো: ফিরোজ মিয়া বলেন-বাবাকে হারিয়েছি গত জুলাই মাসে। বাবার মৃত্যুর সময় বড় ভাই হয়ে আমার পাশে তিনি দাঁড়িয়েছেন। বাবা যেন আমায় বলেছেন চিন্তা করিস না তোর মিয়া ভাই আছে। “শুভ জন্মদিন” মিয়া ভাই, আজ আপনার জীবনে একটি বিশেষ দিন। হয়তোবা আজ এই দিনটিতে সৃষ্টিকর্তা আপনাকে না পাঠালে মিয়া ভাই নামক জীবনের শ্রেষ্ঠ সম্পদটি আমার ভাগ্যে জুটতো না। আপনার মত মিয়া ভাই আছে বলে জীবনে এতটা ভরসা পেয়েছি। আপনার মত মিয়া ভাই নামক ছায়াটি মাথার উপরে থাকলে সামনে অগ্রসর হওয়ার ভয় থাকে না। জীবনে অনেক দূর এগিয়ে যান এটাই কামনা করি। সবাই দোয়া করবেন আমার মিয়া ভাইয়ে জন্য। “শুভ জন্মদিন” মিয়া ভাই।
জন্মদিনের প্রথম প্রহর থেকেই বন্ধু, সহকর্মী, ছোট ভাই আর শুভাকাঙ্ক্ষীদের ভালবাসায় সিক্ত এডভোকেট মুহাম্মদ মহসিন মিয়া। এ যেন ঈদের মিলনমেলা।
Discussion about this post