নিলয়,স্পোর্টস ডেস্ক:
চলতি এশিয়া কাপে বাংলাদেশের দল নির্বাচন নিয়ে নাখোশ ছিলো সাধারণ সমর্থক থেকে শুরু করে ক্রিকেট বোদ্ধা সকলেই। সমর্থকদের নাখোশের জায়গাটা আরও পরিষ্কার হয় যখন এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিং ভরাডুবি দেখায় বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি কোন ব্যাটার। শুরুতেই দলকে বিপদে ফেলেছেন নাঈম শেখ ও জাতীয় দলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলা তানজিদ তামিম। দলের হয়ে ওপেন করতে নেমে দুজনেই ব্যাট হাতে হয়েছেন ব্যর্থ। তবে তাদের উপরেই ভরসা রাখতে বললেন হাথুরু। তবে কি আফগানদের বিপক্ষেও দেখা যাবে নাঈম-তামিম জুটি!
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দলের দুই ওপেনারের উপর আস্থা রাখতে আহবান করেন সমর্থকদের। তামিম-নাঈম জুটির সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলতেও নারাজ কড়া এ হেডমাস্টার। সংবাদ সম্মেলনে হাথুরু বলেন, ‘টপ-অর্ডারে এরকম অভিজ্ঞতা না থাকা যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ। কিন্তু আমরা ইনজুরি নিয়ে কিছু করতে পারি না। এখানে যারা আছে, তাদেরই সমর্থন জানাতে হবে। তাদের প্রতিভা আছে বলেই নেওয়া হয়েছে। ’
শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ নিয়ে সমালোচনা হয়েছে। ফলে আফগানিস্তানের বিপক্ষে কোনো পরিবর্তন আসবে কিনা এমন প্রশ্নে হাথুরু বলেন, ‘আমরা এখানে কেবল এসেছি। এখনও উইকেট দেখিনি। যদি উইকেট আলাদা হয়, তাহলে আমরা আলাদা কম্বিনেশন দেখবো। ’
হাথুরু বলছেন তার মাথায় এখন বিশ্বকাপ নয় কেবল এশিয়া কাপ। তার কাছে এশিয়া কাপের দ্বিতীয় রাউন্ডে খেলা বেশি গুরুত্বপূর্ণ, ‘আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি না এই মুহূর্তে। ফোকাস হচ্ছে এশিয়া কাপ খেলা। এই ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ পরের রাউন্ডে যাওয়ার জন্য।
Discussion about this post