মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে তিন শান্তিরক্ষী নিহত হয়েছেন। নিহতদের একজন সৈনিক জসিম উদ্দিন (৩১)। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা গ্রামে।
মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিহতদের তথ্য নিশ্চিত করে।
মুক্তিযোদ্ধা নুরু মিয়ার ছেলে জসিম উদ্দিন সিলেট ৬১ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন।
জসিমের বড় ভাই জুলহাস বলেন, সিলেট ৬১ বেঙ্গল রেজিমেন্ট থেকে সকাল ৯টায় মুঠোফোনে জানিয়েছে আমার ভাই আফ্রিকায় অপারেশন কার্যক্রম পরিচালনাকালে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। সে ১০ বছরের চাকরিজীবনের এই প্রথম (৯ মাস আগে) শান্তিরক্ষা মিশনে আফ্রিকায় ছিলেন। জসিমের ৩ বছর ও ২ বছরের দুইটি ছেলে সন্তান ও স্ত্রী রয়েছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহম্মেদ বলেন, প্রশাসনের পক্ষ থেকে যেন জসিমের লাশ দ্রুত দেশে আনা যায়; সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হবে। তার পরিবারের জন্য সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
Discussion about this post