এম সাইদুর রহমান, বরগুনা প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ইট ভাটার মাটি টানার ট্রলি থেকে ছিটকে পরে খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ হাসিব (১৫ )নিহত হয়েছে।
বুধবার (৯ই মার্চ) দুপুরের দিকে আমতলী উপজেলার বান্দ্রা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আমতলী থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটার মাটি টানার ট্রলিতে চারঘাট নামক স্থানে যাওয়ার সময় বান্দ্রা নামক স্থানে ট্রলি থেকে ছিটকে পড়ে আহত হয় গুরুতর আহ হয় সজীব(১৫)। আমতলী উপজেলার সেকেন্দার খালি গ্রামের আশরাফ আলীর ছেলে হাসিব (১৫)। হাসিবকে প্রথমে আহতবস্থায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসিব(১৫)এর অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানের কর্তব্যরত চিকিৎসক হাসিব(১৫)কে মৃত্যু ঘোষনা করেন।
আমতলী থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান রহমান মুঠোফোনে বলেন ট্রলিটি আটক করা হয়েছে। অভিযোগ সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post