মোঃ সাইদুর রহমান, বরগুনা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বরগুনার আমতলীতে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১১ টায় আমতলী পৌরসভার কার্যালয় থেকে পৌরশহরের চৌরাস্তা হয়ে আল হেলাল মোরে আমতলী উপজেলা কৃষকলীগের আয়োজনে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুস সোবহান খানের সভাপতিত্বে উপজেলা সমাবেশে উপস্থিত ছিলেন প্রবীন আওয়ামীলীগ নেতা অ্যাড এম এ কাদের মিয়া, পৌর মেয়র মো. মতিয়ার রহমান, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মজিবুর রহমান , আলহাজ্ব মো. নুরুল ইসলাম মৃধা, কুকুয়া ইউপি চেয়াম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার , এইচ এম মনিরুল ইসলাম মনি , সাবেক ভাইস চেয়ারম্যান আবুল কালাম সামসুদ্দিন সানুসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি /সম্পাদকসহ ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্যে সৃষ্টি করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ মাঠে থাকবে।
Discussion about this post