মেহেদী হাসান, জামালপুর প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির আহবায়ক-এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে প্রোপাগান্ডা করা হচ্ছে, আমরা নাকি নির্বাচন বানচালের চেষ্টা করছি। নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই গণঅভ্যুত্থান না হলে আপনারা নির্বাচনে স্বপ্নই দেখতে পারতেন না।
বাংলাদেশের মানুষের ভোটাধিকারের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা যদি সরকার পতনের আন্দোলনের দিকে না নিয়ে যেতাম তাহলে শেখ হাসিনার সরকারের অধীনে আপনারা আরো চারবছর অপেক্ষা করতেন।
তিনি বলেন, আমরা নির্বাচন চাই, মানুষের ভোটাধিকার চাই, মানুষের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে চাই। কিন্তু আমরা বলেছি, শুধু এক সরকার থেকে আরেক সরকার পরিবর্তনের মাধ্যমে আপনার আমার জীবনের কোন পরিবর্তন হবে না।
সোমবার দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ, হরিজন পল্লী পরিদর্শন এবং একটি মাদরাসার শিক্ষার্থীদের সাথে কথা বলেন। পথসভার আগে স্থানীয় তমালতলা থেকে জুলাই পদযাত্রা বের হয়ে শহর পদক্ষিণ করে ফৌজদারি মোড়ে গিয়ে শেষ হয়।

































Discussion about this post