মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ বলেন, আজকে সারাদেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। এ অস্থিরতা থেকে এদেশের মানুষকে রক্ষা করার জন্য যে ধরণের ব্যবস্থা গ্রহণ করা দরকার তা আমরা দেখছি না। আওয়ামী লীগ ও বিএনপি দু দলের মধ্যে যে সাংঘর্ষিক রুপ নিয়েছে, এই রুপ আগামীতে কোথায় গিয়ে ঠেকবে আমরা সন্দিহান।
আজ শনিবার সকালে ইসলামপুর শহরের বিভিন্ন জায়গায় গণসংযোগকালে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, মনে হচ্ছে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদেশের মানুষ ফাটা বাঁশের চিপায় পড়েছে। দুইদলের সংঘর্ষ, আর মানুষের অকল্যাণের জায়গা তৈরি হয়েছে। আন্তর্জাতিকভাবে নির্বাচনকে সুষ্ঠু করার প্রক্রিয়া চলছে।
এসময় জেলা জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান বিপু, সহ-সভাপতি জুয়েল সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post