নিলয়, স্পোর্টস ডেস্ক
নিউজল্যান্ডের ব্যাটিং নির্ভরতার প্রতীক কেইন উইলিয়ামসন চোটের কারণে দীর্ঘদিন থেকে দলের বাইরে। চোট গুরুতর হওয়ায় সন্দেহ ছিলো আসন্ন ভারত বিশ্বাকাপ মিস করতে পারেন এ কিউই ব্যাটার। তবে সন্দেহ দূর করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে ফিরেছেন নিউজিল্যান্ডের ডানহাতি এ ব্যাটার।
আইপিএলের সবশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচেই চোটের ইনজুরিতে পড়েন উইলিয়ামসন। এরপর চলে যান মাঠের বাইরে এমনকি মিস করেন পুরো আইপিএল। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় ছুড়ি-কাচির নিছে যেতে হয় বর্তমান বিশ্বের অন্যতম তারকা এ ব্যাটারকে। সুস্থ হতে লাগে প্রায় চারমাস। ইনজুরি সেরে যাওয়ায় ভারত বিশ্বকাপ দিয়ে বাইশ গজে ফিরবেন কিউইদের সাবেক ও টেস্ট অধিনায়ক।
যদিও নিউজল্যান্ড ক্রিকেটবোর্ড এখনো বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি এরপরেও এনজেডসি থেকে নিশ্চিত করা হয়েছে বিশ্বকাপ দলে থাকছেন উইলিয়ামসন। গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে নিউজল্যান্ড ক্রিকেট বোর্ড জানায়, ‘আইপিএলে খেলার সময় চোট পেয়েছিলেন উইলিয়ামসন। সেটার যথেষ্ট উন্নতি হয়েছে। ফলে অক্টোবরে শুরু হতে যাওয়া বিশ্বকাপে তাকে পাওয়া যাবে।’
গুজরাট টাউটান্সের হয়ে পুরো আইপিএল মিস করা উইলিয়ামসনকে প্রথমে মেন্টর হিসেবে ধরা হলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড বলছে, কিউই অধিনায়ক হয়েই ভারত বিশ্বকাপে যাবেন তিনি। সব ঠিক থাকলে আগামী ১৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করবে কিউই ক্রিকেট বোর্ড।
Discussion about this post