মো: সাব্বির খান , ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নিজস্ব ভর্তি প্রক্রিয়াতে শিক্ষার্থী ভর্তি করতে ও গুচ্ছ পদ্ধতি বাতিল চাই শিক্ষকেরা। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন।
এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি বলেন, গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের নানা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। একজন শিক্ষার্থীকে তার পছন্দমত বিষয়ে ভর্তির ক্ষেত্রে হতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে।
তিনি আরো বলেন, নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গ্রহণ করার জন্য উপাচার্যকে অনুরোধ করবো। সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
Discussion about this post