মো:সাব্বির খান, ইবি প্রতিনিধি:
‘খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) শেখ রাসেল হল শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট’র ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে শেখ রাসেল হলের বিভিন্ন ব্লকের মোট ১২ টি দল অংশগ্রহণ করেছে।
রাত ১১ টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে ‘জয় বাংলা ব্লক’ ও ‘স্বাধীনতা ব্লক’ অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ জয় ও শেখ রাসেল হল শাখা কর্মকর্তা সুজল কুমার অধিকারী সহ শাখা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
নির্ধারিত ১০ ওভারের খেলা শেষে ‘জয় বাংলা ব্লক’ ম্যাচে জয়লাভ করেন। এসময় আয়োজক কমিটির উপস্থিতিতে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার এবং প্রাইজমানি তুলে দেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের খেলোয়াড় সালমান হোসেন। এবং টুর্নামেন্ট সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন রানার্সআপ দলের খেলোয়াড় ইমরান হোসেন। এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের খেলোয়াড় আশিক কুরাইশি। বুলবুল হোসেনের সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন তামিম ও রিদয়।
আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি নাইমুল ইসলাম জয়, তোহিদ হাসান, আশিক কুরাইশি, নিরভ হোসেনসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় আগ্রহী করে তুলতে আমাদের এই আয়োজন। ইবিতে এই ধরনের আয়োজন ইতোপূর্বে কখনো হয়নি। আমরা শেখ রাসেল হল শাখা ছাত্রলীগ এই প্রথম আয়োজন করেছি। এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এ ধরনের আয়োজন চলমান থাকবে। এই টুর্নামেন্ট প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।
Discussion about this post