নুরুল বশর মানিক,কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামী দুলাল (৩০) কে চট্রগ্রাম থেকে আটক করেছে র্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র্যাব -১৫।
আজ বৃহস্পতিবার (২০জানুয়ারি) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব – ১৫ এর একটি অভিযানিক দল চট্রগ্রামের সিতাকুন্ড থেকে আসামী দুলালকে আটক করে।
ধর্ষক দুলাল (৩০) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া তেলী পাড়া এলাকার রশিদ আহমদের পুত্র।
র্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মােঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন,গত বছরের ১৪ আগস্ট উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তৈলীপাড়া গ্রামের নবম শ্রেণীর ১৫ বছরের এক স্কুল ছাত্রী ধর্ষিত হয়। ধর্ষিত স্কুল ছাত্রীর বাবা মা চিকিৎসার উদ্দেশ্যে চট্টগ্রামে গেলে খালি বাড়িতে একা পেয়ে একই এলাকার বখাটে দুলাল অস্ত্রের ভয় দেখিয়ে কিশােরীকে রাতভর ধর্ষণ করে। ধর্ষণ শেষে সকালে কিশােরীকে তার বাড়ির আঙ্গিনায় ফেলে রেখে যায়। ধর্ষণের বিষয়টি ভিকটিমের পরিবার অবগত হয়ে ভিকটিমকে হাসপাতালে চিকিৎসা প্রদান করেন এবং উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ১৬ আগস্ট ধর্ষক দুলালকে প্রধান আসামী করে উখিয়া থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশােধনী ২০০৩) এ একটি মামলা দায়ের করলে বিষয়টি প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপকভাবে আলােড়ন সৃষ্টি করে। উক্ত ঘটনাটি র্যাব -১৫ অবগত হয়ে ঘটনার সাথে জড়িত ধর্ষককে ধরতে ছায়াতদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে আজ র্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, ধর্ষক দুলালকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে আটক করে।
তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামী সংক্রান্ত আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিজ্ঞ আদালতে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ধর্ষক মােঃ দুলাল ১০ বছর পূর্বে হলদিয়াপালং এ সংঘঠিত একটি গণধর্ষণ মামলার আসামী ছিল।
Discussion about this post