নুরুল বশর মানিক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ
উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পে গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের সদস্যের অভিযানে বিপুল পরিমাণ গাজা সহ দুই রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃত আসামিরা হলেন, কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের এফ ব্লকের আলী হোসেনের ছেলে, দিল মোহাম্মদ (৩৮), ও তার স্ত্রী হাসিনা (৩২)।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার, জনাব মোঃ এ,কে, এম এমরানুল হক মারুফ (সহকারী ক্যাম্প কমান্ডার) এর নেতৃত্বে এবং পুলিশ পরিদর্শক (নিঃ)/ জনাব হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) এবং এএসআই (নিঃ)/১৪১২৪ মোঃ মিজানুর রহমান সহ মোবাইল টহল টিমের সদস্যদের নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।
এই সময়, রেজিস্টার ক্যাম্প এর ব্লক এফ, শেভ নং -৩৩,রুম নং-০৬ আসামী দিল মোহাম্মদের বসতঘরের চকির নিচে ০১ টি প্লাস্টিকের বস্তার ভিতর হতে ০৫ টি নীল রং এর পলিথিনে মোড়ানো অবস্থায় পলিথিন সহ গাঁজার ওজন ৫,০৬০ গ্রাম, ০১ টি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ১,০২২ গ্রাম এবং ০১ টি ব্যাগের মধ্যে কাগজে মোড়ানো অবস্থায় ১৯০ পুড়িয়া, যার ওজন কাগজসহ ৪৪০ গ্রাম, সর্বমোট (৫,০৬০+১,০২২+৪৪০) = ৬,৫২২ (ছয় হাজার পাঁচশত বাইশ) গ্রাম গাজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) মো. নাইমুল হক জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় ও আটককৃত মালামাল এর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post