নিজস্ব প্রতিবেদকঃ
প্রিমিয়ার ব্যাংক দেশের গ্রামীণ কৃষিভিত্তিক অর্থনৈতিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করার লক্ষে দেশের বিভিন্ন স্থানে কৃষি ও পল্লী ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে। এরই ধারাবাহিকতায় উদ্দীপন এনজিও সংস্থার মাধ্যমে সোনারগাঁ উপজেলায় কৃষি ও পল্লী খামারিদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
সোমবার সকালে উদ্দীপন এনজিও এর নির্বাহী পরিচালক ও সিইও বিদ্যুত কুমার বসুর সভাপতিত্বে সোনারগাঁ শাখায় ঋণ বিতরণে প্রধান অতিথি হিসেবে প্রিমিয়ার ব্যাংকের এসএমই ও কৃষি ঋণ বিভাগের প্রধান কর্মকর্তা মােহাম্মদ ইমতিয়াজ উদ্দিন উপস্থিত ছিলেন।উক্ত অনুষ্ঠানে করোনায় ক্ষতিগ্রস্ত ৪ জন পল্লী খামারিদের মাঝে ৩ লাখ ৫০হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, উদ্দীপন এনজিও এর পরিচালক (ফিল্ড অপারেশন এন্ড ম্যানেজমেন্ট) মোঃ সগীর হোসেন , পরিচালক অর্থ ও হিসাব মোঃ মোস্তািফিজুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মোঃ শাহ আলম মিজি, ঢাকা জোনের জোনাল ব্যবস্থাপক কাজী মিজানুর রহমান, নারায়ণগঞ্জ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, সোনারগাঁয়ের শাখা ব্যবস্থাপক আহসান হাবীব, অঞ্চলিক অর্থব্যবস্থাপক মোঃ রাফিউল ইসলাম,ও আঞ্চলিক অগ্রসর ব্যবস্থাপক মোঃ আব্দুর রাজ্জাক ও উদ্দীপন সোনারগাঁ শাখার কর্মকর্তাবৃন্দ ।
Discussion about this post