মোঃ সাব্বির খান , ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী খায়রুজ্জামান খান সানির লেখা এবারের অসম একুশে বইমেলায় আসছে। তিনি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী।
জানা যায়, জ্ঞানকোষ প্রকাশনীর স্টলের তার এ বইটি পাওয়া যাবে। ইতোমধ্যে যা প্রি-অর্ডার করছে পাঠকেরা। এছাড়াও রকমারিসহ অন্যান্য ডিজিটাল মাধ্যমগুলো থেকে বইটি ক্রয় করা যাবে।
গণমাধ্যমকর্মীদের কাছে উপন্যাস সম্পর্কে লেখক সানি বলেন, আমাদের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা স্মৃতির জীবনের একটা বড় অংশ জুড়ে থাকে। যে স্মৃতি গুলো আমরা আজীবন আগলে রাখি। একটা সময় পর হয়তো ভুলে যাই ব্যস্ততার কারণে। কিন্তু সেই স্মৃতি কখনো না কখনো মনে পড়ে। ‘যেখানে স্মৃতিরা বেঁধেছিল’ বইটিও তেমনই।
প্রসঙ্গত, খায়রুজ্জামান খান সানির জন্মস্থান গোপালগঞ্জ জেলার কাঠি গ্রামে। দশম শ্রেণি থেকেই লেখালেখির হাতেখড়ি। তার প্রথম যৌথকাব্যগ্রন্থ জলতরঙ্গ-২ এবং ২০২১ সালের একুশে বইমেলায় তার প্রথম উপন্যাস ‘কনীনিকা’ প্রকাশিত হয়। এছাড়া তিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় নিয়মিত কলাম, প্রবন্ধ ও কবিতা লেখেন।
Discussion about this post