নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এনজিওর মিনি পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত ও ২জন গুরুত্বর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ সদরের লম্বরী এলাকার মেরিন ড্রাইভ সড়কে এ মরমান্তিক দুর্ঘটনা ঘটে।এসময় ঘটনাস্থলে সিএনজির ড্রাইভার ও একজন যাত্রী মারা যায়।
নিহতরা হলেন- সি এনজি অটোরিক্সা চালক টেকনাফ নয়াপাড়ার বাসিন্দা মোহাম্মদ সাদেক ও যাত্রী জালিয়াপাড়ার বাসিন্দা মাহফুজা বেগম।
এসময় আহত ২জনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।আহত ২জনকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,কক্সবাজার থেকে টেকনাফগামী আন্তর্জাতিক সংস্থা ডব্লিউএফপির পিকআপভ্যান ও টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি রাস্তা থেকে ছিটকে কৃষি জমিতে গিয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়,এবং পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Discussion about this post