কবি তার পূর্ণতা পেলো
আল ইমরান
ভেবেছি একটা কবিতা লিখবো
যার জন্য দীর্ঘ নয়টি মাস এত সংগ্রাম।
ভেবেছি একটা কবিতা লিখবো
যার জন্য দীর্ঘ নয়টি মাস নেই বিশ্রাম।
কলমকে অস্ত্র ডাইরিকে ঢাল করে
অবশেষে রচিত হলো শেই কবিতা।
কতো না কতো রক্তের পরে
রচিত হলো এক_অমর কবিতা।
অবশেষে কবিতাটি রচিতো হলো
একটা সবুজ ডাইরির পাতা জুড়ে।
অবশেষে কবিতাটি রচিত হলো,
ত্রিশ লক্ষ লাল টকটকে শব্দ ভিড়ে।
অনেকটা বিচ্ছিন্ন রয়ে গেলো
কতো না জানি নারীর আর্তনাদের তরে।
বড়ই তৃষ্ণায় শেষ হলো
কতো না জানি বুদ্ধিজীবিদের প্রাননাশের পরে।
অতপর কবিতার সমাপ্ত পর্যায়ে,
একটা পরিপূর্ণ কবিতা রচিত হলো।
লাল-সবুজের কবিতা বিশ্ব-বিশ্বয়ে,
কবি তার কবিতার পূর্ণতা পেলো।
Discussion about this post