মাসুদ হাসান:
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গুরুত্বপূর্ণ স্থানে ও রাস্তার মোড়ে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তার ওপর দিয়েই পারাপার হচ্ছে।মহাসড়ক পারাপারে ফুটওভার ব্রিজ ব্যবহারে আগ্রহ নেই পথচারিদের।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা গেছে,কাঁচপুর ব্রিজের চট্টগ্রাম মুখি লেনের ঢাল দিয়ে সুযোগ বুঝে দ্রুত গতির যানবাহনের সামনে দিয়েই দৌড়ে পারাপার হচ্ছেন পথচারীরা।এই মহাসড়কে প্রতিদিন হাজারো গাড়ী প্রায় ৮০ কিলোমিটার বেগে চলাচল করে।
আবার দেখা গেছে,হাত ঈশারায় চলন্ত গাড়ি থামিয়ে দলবেঁধে মাঝপথ দিয়ে মহাসড়ক পার হচ্ছেন।
আরও পড়ুন: সোনারগাঁয়ে সড়ক বিভাজকে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীর মৃত্যু!
কয়েক জন পথচারীদের সাথে কথা বললে তারা জানান,বাসস্ট্যান্ড থেকে ফুটওভার ব্রিজ দূরে হওয়ায় আমরা ব্রিজের ঢাল দিয়ে পার হচ্ছি।
এই উত্তরের জবাবে সাংবাদিক বলেন, একটু সামনেই তো ফুটওভার ব্রিজ দেখা যাচ্ছে, আগে তো এখান দিয়ে যাতায়াত করতে পারতেন না, এখন কেন করছেন?
তারা জানান,আগে লোহার জালের নিরাপত্তা বেষ্টনী ছিল এখন ভেঙ্গে যাওয়ায় এখান দিয়ে যাই।আর কাজ করে ব্রিজে উঠতে মনও চায় না। নিচ দিয়েই ভালো। এক মিনিটেই পার হওয়া যায়।
এই বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি রেজাউল হকের সাথে কথা বললে তিনি জানান,কাঁচপুর ব্রিজের ঢালে প্রায় দূর্ঘটনা ঘটে। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে আইল্যান্ডে ধাক্কা লেগে লোহার জালের নিরাপত্তা বেষ্টনী ভেঙ্গে যায়।এরকম ঘটনায় আমরা অনেক মামলা দিয়েছি জরিমানাও করিয়েছি।
এখন লোহার জালের নিরাপত্তা বেষ্টনী ঠিক হচ্ছে না কেন? জবাবে ওসি বলেন, কাঁচপুর হাইওয়ে থানার পক্ষ থেকে ৪ বার চিঠি দিয়েছি নারায়ণগঞ্জের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর। নিরাপত্তা বেষ্টনী ঠিক করা তাদের কাজ।
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন,মহাসড়কের যেকোনো কাজ টেন্ডারের মাধ্যমে করা হয়। অতিশীঘ্রই কাজ ধরা হবে।সম্ভবত এই ঈদের আগেই হবে।
Discussion about this post