নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের কাঁচপুরে মাইক্রোবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন। রবিবার( ৯ অক্টোবর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের পশ্চিম পাশের ঢালে এ ঘটনা ঘটে।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হলে অটোরিকশার এক যাত্রী হাসপাতালে মারা যান। পরে আহত ৫ জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে আরো চারজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, সোনারগাঁয়ের কাঁচপুর পাঠাত্তা এলাকার সামছুউদ্দিনের ছেলে নুর উদ্দীন (৪৫) অটোরিকশা চালক হানিফ (৩০) যাত্রী মামুন, (৩১) জামাল হোসেন (৪০) এবং অজ্ঞাত পরিচয়ে আরো একজন(৩৬)।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কাঁচপুরে সড়ক দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা আহতদের মধ্যে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা গেছে। সকলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নবীর হোসেন জানান, রোববার সকালের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের ঢাকামুখী লেনে একটি অটোরিকশা উল্টোপথে যাচ্ছিল। এ সময় ঢাকামুখী একটি হাইস মাইক্রোবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এতে স্থানীয় হাসপাতালে নুর উদ্দিন নামে এক ব্যক্তি ও আহত ৫ জনের মধ্যে ঢাকা মেডিকেলে চারজন মারা যান। ঘটনার পরপরই মাইক্রোবাস ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে মাইক্রোবাস চালক পালিয়ে গেছে।
Discussion about this post