মাসুদ হাসান:
নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাণ গেলো এক অজ্ঞাত ব্যক্তির।মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে কাঁচপুর সেতুর চট্টগ্রামগামী লেনে এ ঘটনা ঘটে। নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
আজ রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।
ওসি গোলাম মোস্তফা জানান,কাঁচপুর সেতুর উপর দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে আসেন। রক্তাক্ত অবস্থায় লাশ পরে থাকতে দেখেন। কাঁচপুর হাইওয়ে পুলিশের সহায়তায় মদনপুর আল বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তাৎক্ষণিকভাবে ভাবে পিবিআই পুলিশ লাশ সনাক্তকরণে কাজ করেছেন, তার হাতের আঙ্গুলের ছাপ নেওয়া হয়েছে।নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখন বলা সম্ভব হচ্ছে না।তদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে।এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post