ঝালকাঠি সংবাদদাতা:
ঝালকাঠি কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওর্য়াডের ইউপি সদস্য সৈয়দ আ: কাইয়ুমের সেন্টারের হাট বাজারে ২ টি দোকান ঘর ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় দোকানে থাকা মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ সময় তার নিজস্ব ইউপি সদস্য কার্যালয়ের ভিতরে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে দুর্বৃত্তরা। তার হিসাব অনুযায়ী ৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করেন তিনি।
এ বিষয়ে ইউপি সদস্য সৈয়দ আ. কাইয়ুম বলেন, আমি ইউপি সদস্য ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫নং শৌলজালিয়া ইউনিয়ন শাখা। একটি দেশের সরকার পরিবর্তন এর সাথে সাথে অনেক ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক। কিন্তু ৫ আগস্ট বিকেল ৩ সময় সময় স্থানীয় সেন্টারের হাটের আমার ক্রয়কৃত জমির ওপর দুটি দোকান ঘর ভাংচুর ও আমার নিজস্ব অফিস
ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ফেলে শৌলজালিয়া ইউনিয়নের ইউপি সদস্য ও বিএনপি নেতা শামসুল আলমসহ আরও অনেক দুর্বৃত্তরা। মানুষের শত্রু থাকে কিন্তু এতো জঘন্য কাজ একই দলের লোকের সাথে করে এটা জানা ছিল না।
এ বিষয় অভিযুক্ত শামমছুল আলম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ভাংচুর কে বা কাহারা করছে আমি কিছু জানিনা। আমাকে অযথা দোষ দিচ্ছেন।
Discussion about this post