কাউসার আহমেদ, কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের আন্তঃবিভাগ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২২ শুরু করা হয়েছে। রোববার (৬ মার্চ) দুপুর আড়াইটায় দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন হয়।
বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় মেয়ে ক্যাটাগরিতে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের মধ্য দিয়ে এ খেলা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এখন আউটডোরে ব্যাডমিন্টন খেলতে হচ্ছে। তবে আমরা অধিকতর উন্নয়নের অধীনে সুবিশাল ক্যাম্পাস পেতে যাচ্ছি। তিন বছরের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তার কাঙ্ক্ষিত ইনফ্রাস্টাকচার ডেভেলপমেন্ট পেয়ে গেলে সেই ক্যাম্পাসে ইন্ডোর স্টেডিয়াম, আউটডোর স্টেডিয়াম সব তৈরি করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, খেলাধুলা এমন এক পন্থা যা শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতা দান করে। এটাই একমাত্র ইভেন্ট যেখানে মনোসংযোগ ঘটায়। আর মনোসংযোগ ঘটলে যেকোনো কাজেই সফল হওয়া যায়।
অনুষ্ঠানের সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম বলেন, করোনার কারণে যথাসময়ে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু করতে পারিনি। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আশা করি আমরা সুন্দরভাবে টুর্নামেন্ট শেষ করতে পারবো।
এসময় আরও উপস্থিত ছিলেন, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মাসুদা কামাল, শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মনিরুল আলম, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
Discussion about this post