নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শাক্তা ইউনিয়নের আঁটি রায়েরচর এলাকায় একটি অসহায় পরিবারের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নির্মানাধীন বাড়ী ভাংচুর ও চাঁদাদাবীর অভিযোগ উঠেছে সোহেল রশিদ বাহিনী নামে একটি গ্রুপের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী কেরানীগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
নির্মাণাধীন বাড়ীর মালিক আমান মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সান্ত্রাসীদের হামলার শিকার হতে হয় তাকে। পরে ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে ঐ গ্রুপের একজনকে আটক করে এবং অপর সন্ত্রাসীরা পালিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়,নির্মানাদীন বাড়ী ভেঙ্গে এলাকায় অনেকেই মারধর করেছেন। এবং হামলাকারীরা সরকারি খাঁস জমির সাইনবোর্ড পর্যন্ত কুপিয়ে রেখে যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, ১৬মার্চ-২০২১ আমান মিয়া সহ চারজন মিলে আর.এস-৯১০ নং দাগের একটি জমি কেরানীগঞ্জ সাব-রেজিষ্ট্রার অফিস থেকে ৩৮১২নং দলিলমূলে বায়না সূত্রে মালিকানা প্রাপ্ত হয়ে বসবাসের জন্য জমির চারপাশে দেয়াল প্রাচীর দিয়ে টিনসেড ঘর নির্মান করেন। কিন্তু এই জমির উত্তর পাশের আর.এস-৮১৫ নং দাগের জমির মালিক সোহেল রশিদ উক্ত বায়নাকৃত জমিটি জোড়পূর্বক দখলে নিতে চেষ্টা করায় স্থানীয় লোকজনের উপস্থিতে ভূমি সার্ভেয়ার দ্বারা পরিমাপ করে যার যার অবস্থান বুঝিয়ে দেয়া হয়। পরবর্তীতে সোহেল রশিদ ও নাসির সরদার তা অমান্য করে দলবল নিয়ে আবারো জমিটি দখল নেয়ার চেষ্টা চালায় এবং আমানের কাছে ৫লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দিলে ঘর-বাড়ি ভেঙ্গে ফেলা হবে বলে হুমকি দেয়।
আমান মিয়া চাঁদার টাকা না দেয়ায় সোহেল রশিদ, নাসির সরদার, সৈয়দ হাসান আলী রুবেল, বাচ্চু কাজীসহ আরও ৩/৪ জন মিলে ২৫মে-২০২১ তারিখ রাতে হামলা চালিয়ে উক্ত টিনসেড ঘরগুলো ভেঙ্গে গুড়িয়ে ফেলে। খবর পেয়ে জমির মালিক আমান মিয়া ৯৯৯এ ফোন করে পুলিশ ডেকে আনেন এবং স্থানীয় লোকজনের সহায়তায় হামলাকারী রুবেলকে আটক করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। উক্ত ঘটনায় আসামীরা ক্ষতিপূরণ দেয়ার কথা স্বীকার করে পুলিশের কাছে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায়। কিন্তু ক্ষতিপূরনের টাকা না দিয়ে উল্টো আবার চাঁদা দাবি করা সহ হুমকি ধামকি প্রদান করতে থাকে।
এতে বাধ্য হয়ে ভূক্তভোগী আমান মিয়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী আমান মিয়া বলেন, প্রবাসের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে বন্ধুদের সাথে মিলে এই জমিটুকু ক্রয় করে বসবাস করার জন্য ঘর নির্মাণের কাজ শুরু করেছি। কিন্তু পাশ্ববর্তী জমির মালিক সোহেল রশিদ এটা জোড়পূর্বক দখলে নেয়ার অপচেষ্টা চালিয়ে আমদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না দেওয়ায় এসব সন্ত্রাসীরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে। এব্যাপারে আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার কামনা করি।
প্রত্যক্ষদর্শী মোঃ মারুফ বলেন, আমান চাচার ঘরের এখানে আমরা কিছু বন্ধুরা মিলে দাঁড়িয়ে ছিলাম। তখন হঠাৎ দেখলাম কয়েকজন লোক এসে আমান চাচাদের ঘর ভাংচুর করতেছে। আমি তখন জিজ্ঞেস করলাম ভাই ভাংচুর করতেছেন কেনো ? তখন রুবেল নামে এক ব্যক্তি এসে আমার উপর চড়াও হয়ে আমাকে হামার দিয়ে হাতে আঘাত করে । এতে আমার হাত ফুলে যায়। রুবেল ঢাকার হাজারীবাগ এলাকায় বসবাস করে কিন্তু আমার এলাকায় নতুন বাড়ি করলেও সে এখানে থাকে না। তবে মানুষের জায়গা-জমি জোড়পূর্বক দখল করার চেষ্টা করে।
সোহেল রশিদ বাহিনী নামে ঐ গ্রুপের সাথে কথা বলতে চাইনে, মুঠোফোনে তাদের সন্ধান পাওয়া যায়নি।
কেরানীগঞ্জে মডেল থানার এস আই শ্যামল বলন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। তবে ঘটনা সত্য নয় বলে তিনি এরিয়ে যান।
কেরানীগঞ্জে মডেল থানার অফিসার ইনচার্জ আবু সালাম মিয়া বলেন, বিষটি সঠিক কি না তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Discussion about this post