নিজস্ব প্রতিবেদকঃ
ঢাকার কেরানীগঞ্জে র্যাবের অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামী লিপি বেগম (৪২) কে গ্রেফতার করেছে র্যাব।
গতকাল রোববার সকালে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিপি বেগম পুরান ঢাকার বংশাল থানাধীন ৫৭/১ আগাসাদেক রোড এলাকার হাজী নোমান এর বাড়ীর ভাড়াটিয়া মোঃ ফকির চান এর মেয়ে।
র্যাব-১০, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার শাহরিয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতারে অভিযান পরিচালনাকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়াইয়া পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তীস্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্নস্থানে সরবরাহ করে আসছিল। এছাড়াও তার নামে ডিএমপি, বংশাল থানায় ০২টি মাদক মামলা রয়েছে বলে জানা যায়। এঘটনায় থাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post