মোহনপুর প্রতিনিধিঃ
কেশরহাট বাজার বণিক সমিতির নির্বাচনী শেষ প্রচারণামুলক মিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী বৃহস্পতিবার (৮ জুন) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৭জুন বুধবার দুপুর পর্যন্ত প্রচারণার শেষ দিন হলেও হাটবারের কারণে ৬জুন মঙ্গলবার বিকেলের মধ্যে মিছিল সমাবেশ শেষ করেছেন অধিকাংশ প্রার্থীরা।
মঙ্গলবার বিকেলে বিশাল মিছিল নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে সভাপতি পদপ্রার্থী সাবের আলী মন্ডল (ছাতা প্রতীক)। এসময় সভাপতি পদপ্রার্থী ছাবের আলি মন্ডল শত শত ব্যবসায়ীদের নিয়ে কেশরহাট বাজারে ছাতা মার্কায় ভোট চেয়ে প্রচার মিছিল করেন।
কেশরহাট বাজার বণিক সমিতি নির্বাচনে আরও পদপ্রার্থী গুলো প্রচার মিছিল করেন। যেমন সভাপতি পদপ্রার্থী আবদুল মালেক বাবুল (দেয়ালঘড়ি প্রতীক)। সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেরাজ উদ্দিন (আম প্রতীক)। সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী কাজি হাবিবুর রহমান মিঠু (কলস প্রতীক) এবং সাধারণ সদস্য পদপ্রার্থী মাসুদ রানা (মোবাইল প্রতীক) ।
অন্যদিকে বাজার বণিক সমিতির নির্বাচনী প্রধান নির্বাচন কমিশনার ও কেশরহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র-১ রুস্তম আলী প্রামাণিক জানিয়েছেন নির্বাচনী স্থান নির্ধারণ, প্রশাসনিক ব্যবস্থা, ব্যালট পেপার ছাপা, ব্যালট বাক্স সংগ্রহসহ সকল ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে। ৮জুন বৃহস্পতিবার শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তিনি।
Discussion about this post