মুরাদুজ্জামান, জামালপুর সদর প্রতিনিধি:
জামালপুর-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন বলেছেন, বাংলাদেশ নামক ভূখন্ডটি এক দিনে সৃষ্টি হয়নি। এটি সৃষ্টির পিছনে রয়েছে হাজারো সংগ্রাম, হাজারো ত্যাগ। এই ত্যাগ ও সংগ্রামের ইতিহাসে বাংলাদেশ ছাত্রলীগের নাম স্বর্ণাক্ষরে লিখা রয়েছে।
তিনি বলেন , সূর্যের আলোর মতো তেজোদীপ্ত হয়ে গণমানুষের অধিকার আদায়ে নিয়মিত রাজপথে সোচ্চার এবং ছাত্রসমাজের অভিভাবক হিসেবে প্রতিনিধিত্ব করে চলেছে বাংলাদেশ ছাত্রলীগ।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ প্রতিষ্ঠার আগে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর সর্বপ্রথম মাতৃভাষা বাংলার জন্য সংগ্রাম করেছিল ছাত্রলীগ।
এরপর পর্যাক্রমে ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা, ১৯৬৯ সালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান , ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনসহ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ছাত্রলীগের ভূমিকা ছিল উল্লেখ্যযোগ্য। শুধু তাই নয়, সেসময় থেকে শুরু করে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে অর্থনৈতিক সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্রে রূপান্তরের লক্ষে ছাত্রলীগের সব নেতাকর্মী রাজপথে সাহসী ভূমিকা রেখে চলছে।
শনিবার বিকালে নান্দিনা সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠে ৩ নং লক্ষীরচর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগের নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা শ্যামলের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীগের সাধারন সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, যুগ্ন সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন।
নান্দিনা সাংগঠনিক উপজেলা শাখার সাধারণ সম্পাদক মঈন ইয়াজদানীর সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, লক্ষীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাতেম আলী তারা, সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক হৃদয় হাসান চমক প্রমুখ।
Discussion about this post