দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় জহিরুল ইসলাম ওরফে মিঠু (২৪) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক দুর্বৃত্ত । ১৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাতটার দিকে পৌর শহরের পাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে ।
খুন হওয়া জহিরুল ইসলাম পৌর শহরের পাট বাজার এলাকার মোখলেছুর রহমানের ছেলে । তিনি গৌরীপুর সরকারি কলেজের স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থী ছিলেন ।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার পর জহিরুল ইসলাম পৌর শহরের পাট বাজার এলাকায় ‘সোমা ফার্মেসি’ নামে নিজেদের ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন । এ সময় একজন দুর্বৃত্ত তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় । স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান আবদুল হালিম সিদ্দিকী জানান, ওই কলেজছাত্রকে হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যা সাতটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
Discussion about this post