একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা ও প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ। উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার (২১ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে, বুধবার সকালে ফারজানা রূপা ও শাকিল আহমেদকে ফ্রান্সে যাওয়ার সময় আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। পরে বিমানবন্দরের দায়িত্বরত ডিবি পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করা হয়। এবার তাদের গ্রেফতার দেখালো পুলিশ।
জানা গেছে, বুধবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে শাকিল আহমেদ, ফারজানা রূপা ও তার মেয়েকে বিমানবন্দরে আটকে দেয়া হয়। তারা তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট (টিকে-৭১৩) যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিস যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে এসেছিলেন।
প্রসঙ্গত, গত ৮ আগস্ট একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুযায়ী শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়।
Discussion about this post