মোঃ মাইনুল ইসলাম লাল্টু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সীমান্ত থেকে আটক প্রায় ৫৮ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদকদ্রব্যগুলো ২০১৯ সালের ১ নভেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর অবধি বিভিন্ন সীমান্তে জব্দ করা হয়।আজ
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের মাঠে এই মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়। রংপুর সদর রফতরের রিজিয়ন কামান্ডার বিগ্রেডিয়ার জেনারেল বেনজীর আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন, রাজশাহী সদর দফতরের সেক্টর কমান্ডার কর্নেল আনোয়ার লফিত খান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক আনিছুর রহমান, র্যাব-৫ এর সহকারী অধিনয়াক রুহ ফি তৌকির আহমেদ ও সহকারী কমিশনার জোবায়ের জাহাঙ্গীরসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।
Discussion about this post