দেলোয়ার হোসেন রাজিব,ময়মনসিংহ প্রতিনিধিঃ
“বয়স বৃদ্ধি কর,বেকারত্ব কমাও ” এই শ্লোগানে ময়মনসিংহে এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুর আড়াই টার দিকে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় । এতে নেতৃত্ব দেয় সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ শাখার সদস্যরা ।
মানববন্ধনে বক্তারা ৪ দফা দাবী সহ চাকরীতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির দাবী জানান সরকারের প্রতি ।
সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলার সমন্বয়ক মোঃ ফাহিম এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও মোঃ কামাল, সদস্য সাইফুল ইসলাম ও হুমায়ুন কবির প্রমূখ ।
মানববন্ধনে উত্থাপিত চারটি দাবি মধ্যে আছে,
(১)সকল চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধি (২) নিয়োগ দূর্নীতি,জালিয়াতি বন্ধ ও নিয়োগ পরীক্ষায় ( প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বর সহ ফলাফল প্রকাশ (৩) চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা এবং (৪)একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সম্বনিত নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা।
মানববন্ধনে চাকরী প্রার্থীদের পক্ষ থেকে আরো জানানো হয় এই ৪ দফা দাবী বাস্তবায়নের লক্ষে আগামী ১৬ জানুয়ারী শাহবাগ প্রজন্ম চত্বরে ঐক্যবদ্ধ ছাত্র সমাজের উদ্ধোগে এক মহাসবাবেশ অনুষ্ঠিত হবে।
Discussion about this post