মনিরুজ্জামান মনির, যশোর প্রতিনিধি:
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে।আজ শুক্রবার বিকালে যশোর প্রেসক্লাবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাগপা’র যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, বিএনপি’র যশোর জেলা শাখার আহবায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কারী নিজামদ্দিন অমিত। আরো বক্তব্য দেন যশোর পৌরসভার সাবেক মেয়র জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. ইসহক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. মাহবুব আলম বাচ্চু এবং সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নগর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক এম মোহর আলী, জাসদ জেলার সাধারণ সম্পাদক সৈয়দ বিপ্লব আজাদ, পৌর কাউন্সিলর আনিছুর রহমান মুকুল, জাগপা কেন্দ্রীয় কমিটির সদস্য আফসানা ইয়াসমিন অনুরূপা, যশোর জেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস মৃধা, সাবিত্রী বিশ্বাস, বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, শেখ কায়েম আলী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, দপ্তর সম্পাদক ডা. রবিউল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হাসান রাব্বু, সহ-দপ্তর সম্পাদক ইলিয়াস হোসেন, জাগপা নেতা মুকুল শেখ, প্রতাপ বিশ্বাস, আমিনুল ইসলাম, রঘুনাথ বিশ্বাস, মতিউর রহমান মতি প্রমুখ। এছাড়া উক্ত অনুষ্ঠানে যুব জাগপা , শ্রমিক জাগপা, জাগপা ছাত্রলীগের যশোর জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জাগপা’র, যশোর জেলা শাখার আহবায়ক রেজওয়ান বাবু।
Discussion about this post