আরিফ হোসাইন , ঝিনাইদহ প্রতিনিধিঃ
আমার জীবন আমার সম্পদ,বীমা করলে থাকবে নিরাপদ,এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাতীয় বীমা দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বরের প্রধান প্রধান স্থান প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলনে কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এর সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সী ফিরোজা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা আ,লীগের সাবেক যুগ্ম আহবায়ক আফজাল হোসেন,কৃষি অফিসার হাফিজ হাসান,উপজেলা আ,লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও জোড়াদহ কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান শরাফত দৌলা ঝন্টু।
এসময় প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: উজ্জ্বল কুমার কুন্ডু,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান,আমার বাড়ি আমার খামার কর্মকর্তা মাহফুজুল হক,হরিণাকুণ্ডু জীবন বীমা কর্মকর্তা দিলিপ কুমার সহ বিভিন্ন দপ্তর প্রধান প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্নেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বীমার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে সকলকে বীমার আওতায় আসার আহব্বান জানান।
Discussion about this post