মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানের ভিডিও ভাইরাল হয়েছে। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার সভাপতি মোস্তফা আল মাহমুদকে নিয়ে বিরোপ মন্তব্য করায় জাপার নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনের সম্ভাব্য প্রার্থী। বুধবার জেলা জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা-কর্মী নিয়ে নির্বাচনী গণসংযোগে বের হন।
নির্বাচনী গণসংযোগে তার গাড়ীতে থাকা জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ দেন। ১ মিনিট ৩৫ সেকেন্ডের ওই ভিডিওতে কাজী খোকনের কোন মন্তব্য না থাকলেও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানকে বলতে শুনা যায়, একদিন দেরি করমু না, ওর জ্যাকের কাম বাজছে, কি কয় না কয়, মোস্তফার কাম বাজছে, মোস্তফারে সুইধ্যে খাইয়ে ফালাইমু। ওরে আগে খাইলে (আনোয়ার হোসেনকে) মোস্তফারে খাওয়া হবে। বহিস্কার করলে কি হবো।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামালপুর-৫ (সদর) আসনে সম্ভাব্য প্রার্থী হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেন।
দুইজনই নির্বাচনী এলাকায় গণসংযোগ চালানোর পাশাপাশি ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগিয়েছেন। সম্প্রতি রাতের অন্ধকারে সম্ভাব্য প্রার্থী আনোয়ার হোসেনের তিন শতাধিক ফেস্টুন রাতের অন্ধকারে খুলে নেওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে কয়েকদিন ধরেই জাতীয় পার্টিতে অভ্যন্তরীন চাপা ক্ষোভ বিরাজ করছে।
নির্বাচনী এলাকায় টানানো ব্যানার ফেস্টুন রাতের অন্ধকারে খোলে ফেলার জন্য আনোয়ার হোসেন দায়ি করছেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানকে।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আনোয়ার হোসেনের অভিযোগ, তিনি সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী গণসংযোগ করছেন এবং নির্বাচনী এলাকায় ব্যানার ফেস্টুন টানান। কিন্তু জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান তার লোকজন ও তারগাড়ী ব্যবহার করে এসব খুলে পুড়ে ফেলেন। এর প্রতিবাদ করায় জাকির হোসেন খান তার একক সিদ্ধান্তে কারণ দর্শানো নোটিশ দিয়েছে, যা গঠনতন্ত্র বিরোধী। এসব বিষয়ে আনোয়ার হোসেন জাতীয় পার্টির চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। দলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খানকে বহিষ্কার দাবি করেছেন আনোয়ার হোসেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান সাংবাদিকদের বলেন, তিনি নির্বাচনী গণসংযোগে আছেন। ভিডিও ভাইরাল হবার মত কোন ঘটনা ঘটেনি। আনোয়ার হোসেনের অভিযোগ সঠিক না। আনোয়ারকে কারন দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোন জবাব দেননি। উল্টো তিনি জেলা কমিটিকে দেখবে বলে হুমকি দেয়। আনোয়ার হোসেন মোস্তফা আল মাহমুদের লোক, এসব নিয়ে কথা হয়েছে। ফেস্টুন ছেড়ার ঘটনা সঠিক না বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তফা আল মাহমুদকে নিয়ে বিরোপ মন্তব্য করায় জাপার নেতা-কর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Discussion about this post