রমজান শেখ (স্বপন), জামালপুর সংবাদদাতা:
জামালপুরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যাকালীন দুর্যোগে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বেসরকারি ল্যাম্ব হাসপাতাল এর উদ্যোগে গর্ভবতী নারী ও কিশোরীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে।
৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত জামালপুরের
ইসলামপুরে বেলগাছা ও কুলকান্দি ইউনিয়ন, মাদারগঞ্জের চরপাকেরদহ ও দেওয়ানগঞ্জের চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নে প্রায় ৭৫৫ জন গর্ভবতী নারী ও কিশোরীদের চিকিৎসা প্রদান করা হয়।
চিকিৎসা সহায়তা হিসেবে জেলায় ৪০৭ জন গর্ভবতী মাকে প্রজনন স্বাস্থ্য সেবা প্রধান করা হয়েছে এবং ১৪৮ জন কিশোরীকে প্রজনন স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এছাড়াও ২০০জন গর্ভবতী মাকে বেবী কিট ও নগদ ৯৩৬ টাকা করে বিতরণ করা হয়।
বন্যায় যখন একবেলা আহার জুটাতেই জন জীবন বিপন্ন। সেখানে গর্ভবতী নারীদের খোঁজ নেওয়ার কেউ নেই। দুর্যোগপূর্ণ সময়ে চরাঞ্চলের মানুষদের বিনামূল্যে চিকিৎসা সহায়তা হিসেবে গর্ভবতী নারী ও কিশোরীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য ক্যাম্প পরিচালনার জন্য ইউএনএফপিএ ও ল্যাম্ব হাসপাতাল এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা ।
স্বাস্থ্য ক্যাম্পের প্রকল্প সহকারী সমন্বয়কারী
মো: আব্দুস সাত্তার জানান,ল্যাম্ব হাসপাতাল ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল এর সহযোগীতায় এ কর্মসূচী বাস্তবায়ন করছে। ক্যাম্পগুলোতে আগত রোগীদের জন্য বিশেষ চিকিৎসা ব্যবস্থা, গর্ভবতী নারী ও কিশোরীদেরকে পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ প্রদান এবং বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়েছে।
Discussion about this post