মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরে র্যাবের পৃথক অভিযানে দেশীয় পাইপগান, ছোরা ও ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ ঘটনায় দুই যুবককে আটক করেছে র্যাব।
আটককৃত একজন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাদানী রামপুরা গ্রামের মো. ওয়াজেদ আলী খোকার ছেলে মো. শহিদুল ইসলাম নাদু (২৮)। তার কাছ থেকে একটি দেশীয় তৈরী ১০ ইঞ্চি লম্বা পাইপগান সাদৃশ্য অস্ত্র ও একটি লম্বা ছোরা উদ্ধার করা হয়।
অপরজন টাংগাইলের মধুপুর উপজেলার শালিকা গ্রামের মো. দুলাল উদ্দিনের ছেলে আসাদুজ্জামান ওরফে সুজন (২৮)। তার কাছ থেকে ১৩০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৩৯ হাজার টাকা।
রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে র্যাব-১৪ (সিপিসি-১) জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার বাদেশশারীয়া গ্রামের গেটপাড় এলাকায় অভিযান চালানো হয়। এসময় পাইপগান ও ছোরাসহ মো. শহিদুল ইসলাম নাদুকে আটক করা হয়।
অপরদিকে একইদিন আড়াইটার দিকে জামালপুর সদর উপজেলার দিকপাইত বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ১৩০টি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান ওরফে সুজনকে আটক করে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়েরের পর তাদের স্ব স্ব থানায় হস্তান্তর করা হয় বলে র্যাবের কোম্পানি কমান্ডার জানান।
Discussion about this post