রমজান শেখ (স্বপন),জামালপুর সংবাদদাতা:
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে শুরু করে জামালপুর পৌরসভার মধ্যে সকল শিক্ষার্থী ও মানব সেবা সংগঠন’র আশপাশে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করা ছাত্রছাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা ও মিষ্টি মূখ’র ব্যবস্থা করেছে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বুলবুল ।
আজ দুপুর বার (১২) টায় সরকারি আশেক মাহমুদ কলেজ খাবারের প্যাকেট ও মিষ্টি মূখ করান । আশপাশে রাস্তায় গাড়ি চলাচলে সাহায্য করা স্বেচ্ছাসেবীদের মধ্যে বিতরণ করেন।
ছাত্র-জনতার আন্দোলনের পর সোমবার (৫ ই আগস্ট) দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ভেঙে পড়ে জামালপুর শহরের দেশের ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় দেখা যায়নি কোনো ট্রাফিক পুলিশ। এ অবস্থায় সড়কের শৃঙ্খলা নিশ্চিতে মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে মাঠে নামে শিক্ষর্থী ও বিভিন্ন সমাজসেবা সংগঠন।
কেউ সড়কের সিগন্যাল নিয়ন্ত্রণে করছেন। সিগন্যাল না মানলে চালককে বাধা দিচ্ছেন। এতে ট্রাফিক–বিহীন ঢাকার রাস্তায় গাড়ি চলাচলে ভোগান্তি কমেছে। রাস্তায় বড় যানজটও দেখা যাচ্ছে না।
গাড়ি চলাচলে সাহায্য করা শিক্ষার্থীরা রাস্তায় হেলমেট ছাড়া মোটরসাইকেল আরোহীদের সতর্ক করছেন।
অনেক সময় শাস্তি হিসেবে রাস্তায় ৫-১০ মিনিট অপেক্ষায়ও রাখছেন।
পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজও করছেন ছাত্রছাত্রীরা ও বিভিন্ন সমাজসেবা সংগঠন।
ও স্ব-উদ্যোগে নিয়োজিত এ সব স্বেচ্ছাসেবকদের জন্য আজ জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতি পক্ষে খাবারের ব্যবস্থা করে।
জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম বুলবুল বলেন যে, বৈষম্য ছাত্র-ছাত্রী আন্দোলনকারী ও বিভিন্ন সংগঠন আছেন, চিকিৎসা থেকে শুরু করে যত সাহায্য লাগবে জামালপুরস্থ দেওয়ানগঞ্জ সমিতির প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম বুলবুল নিজ উদ্যোগে করবেন ঘোষণা করেন।
Discussion about this post