মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পদধারী ৬ শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ইচ্ছুক উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কেন্দুয়া মুকুল নিকেতন স্কুল মাঠে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন পদধারী নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন কেন্দুয়া ইউনিয়নের স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামখান সোহেল।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, কেন্দুয়া ইউনিয়নে দুর্নীতিবাজ ও অনুপ্রবেশকারী সাবেক জাতীয় পার্টির প্রভাবশালী নেতা শেখ মো: মাহবুবুর রহমান মঞ্জু বার বার নৌকা প্রতীক মনোনয়ন পাওয়ায় কেন্দুয়া ইউনিয়নের আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পদধারী ৬শতাধিকের অধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে পদত্যাগের ঘোষণা দেন। সেই সাথে আগামী ১১ নভেম্বর সুষ্ঠু নির্বাচনের দাবী করেন তিনি।
তিনি আরও বলেন, এই জাতীয় পার্টির নেতা চেয়ারম্যান থাকাকালীন সময়ে আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীরা অনেক অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে। মামলা দিয়েও হয়রানি করেছেন তিনি। বিএনপি জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগের দূর্গখ্যাত এই ইউনিয়নকে আওয়ামী বিরোধী দূর্গে পরিণত করার পাঁয়তারা করছে। সেই সাথে ইউনিয়নের বিভিন্ন দুর্নীতির চিত্র ইতিমধ্যেই অনেক পত্র-পত্রিকায় উঠে এসেছে।
এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দুয়া ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাসুদ রানা টিক্কি,ইউনিয়ন যুবলীগের সভাপতি মোরাদ হোসেন তরফদার,ইউনিয়ন মহিলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদিকা হোসনেয়ারা খানম লিমা প্রমূখ।
এসময় কেন্দুয়া ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন সম্পাদক মন্ডলী,সদস্য, বিভিন্ন ওয়ার্ড যুবলীগের সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ স সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post