মেহেদী হাসান ,জামালপুর প্রতিনিধিঃ
২০২১-২২ অর্থ বছরের জন্য ২৮৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছে জামালপুর পৌরসভা। আজ দুপুরে পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানু।
প্রস্তাবিত বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৭৪ কোটি টাকা এবং স্থিতি দেখানো হয়েছে ১০ কোটি ৩ লাখ টাকা।
পৌর মেয়র প্রস্তাবিত বাজেট সম্পর্কে বলেন, বাজেটে কোন কর আরোপ করা হয়নি। মওকুফ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স। পৌর নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দিতে খুব শ্রীঘ্রই চালু করা হবে ‘এ্যাম্বুলেন্স সার্ভিস’ হ্যালো মেয়র ও হটলাইন। দেড়শ বছরের পুরনো এই পৌরসভার এটিই সর্বোচ্চ বাজেট।
এ সময় প্যানেল মেয়র, কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post