রাকিব হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটে মাদক, জঙ্গিবাদ, নারী নির্যাতন, নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স, বাল্য বিবাহ ও কিশোর অপরাধ রোধকল্পে জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের নতুন হাট এলাকায় ২নং বিট পুলিশিং কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ,কে,এম আলমগীর জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শী, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, আমদই ইউপি চেয়ারম্যান সাহানুর ইসলাম সাবু সহ নানা শ্রেণি পেশার মানুষ।
এসময় বক্তারা এলাকার জনগণকে ঐক্য বধ্য হয়ে পুলিশের সহযোগিতায় মাদক বিক্রেতাদের বাড়ি চিহ্নিত করে তাদের ছবি টাঙ্গিয়ে দেওয়ার আহবান জানান।