বাধন রায় ঝালকাঠি প্রতিনিধিঃ
নিরাপদ মছের ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঝালকাঠিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১টায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ভাচুর্য়ালি মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি। উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলি।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের কারনে পৃথিবী জুড়েই দ্রব্যমূল্য ও জ্বালানি সংকট দেখা দিয়েছে। তবে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মূল্য বৃদ্ধি এখনো সহনীয় পর্যায়ে রায়েছে কিন্তু এক শ্রেনীর রাজনৈতিক দলের নেতারা পরিস্থিতিটাকে মিথ্যে মনগড়া বক্তব্য দিয়ে সাধারণ মানুষকে উস্কে দেয়ার চেষ্টা করছে তবে এদেশের মানুষকে এখন অতটা বোকা বানানো সম্ভব নয়। বর্তমানে ১৭ কোটি মানুষের বাংলাদেশ মৎস্য খাতে উদ্বৃত্ত খাত হিসেবে মাছ রপ্তানি করছে। বর্তমান সরকার বিভিন্নমুখি কর্মসূচি বাস্তবায়ন করে মাছের উৎপাদন বৃদ্ধি করে চলেছেন।
অন্যদের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মোঃ শাহ্আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর এসপি সার্কেল) প্রশান্ত কুমার দে, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, উপজেলা নিবাহর্ী কর্মকর্তা সাবেকুন নাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা পলাশ কান্তি এবং মৎস্য চাষি লস্কর তৌহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এর পূর্বে বেলুন উড়িয়ে উদ্বোধন ও র্যালির আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে একই অনুষ্ঠানে জেলার ৭ জন সফল মৎস্য চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সর্বশেষ সদর উপজেলা পরিষদ পুকুরে অতিথিরা মাছের পোনা অবমুক্তির মধ্য দিয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধনির আনুষ্ঠানিকতা শেষ হয়।
Discussion about this post