বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের বাজার স্টল উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় ইউনিয়নের বাজারে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য নতুন স্টল সেট উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আলহাজ্ব আমির হোসেন আমু এমপি’র নির্দেশক্রমে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদের হাট বাজার ইজারালদ্ব অর্থ দ্বারা ৬ লাখ টাকা ব্যায়ে এ বাজার স্টল নিমার্ণ কাজ বাস্তবায়ন করা হয়।এ স্টলে চাল,স্বজীর ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরবিঘ্নে এখোন ব্যাসা করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম লিটন,সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার তালুকদার, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গাভারামচন্দ্রপুর গুহদের হাট স্টল উদ্বোধন করা হয়। এটি ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদের হাট বাজার ইজারালদ্ব অর্থ দ্বারা ৪ লাখ টাকা ব্যায়ে এ বাজার স্টল নিমার্ণ কাজ বাস্তবায়ন করা হয়।
Discussion about this post