বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির সাথে সংগতি রেখে ঝালকাঠিতেও একই সময়ে ৮জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে। এদেরকে ক্রেস্টের সাথে শাড়ি, শাল, মাস্ক প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকার ওসমানী মিলনায়তনে মূল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।
সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেসাক ইন্দিরা এমপি। কেন্দ্রীয়ভাবে সম্মাননা প্রদানকালীন একই সময়ে ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলী রাষ্ট্রে পক্ষে ঝালকাঠি জেলায় ৮জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেন।
এ সময়ে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, ঝালকাটি চেম্বার অব কর্মাস সভাপতি মনিরুল ইসলাম তালুকদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে আয়শা সিদ্দিকী, বীর মুক্তিযোদ্ধাগণ এবং মহিলা মুক্তিযোদ্ধারের একটি অংশ ও তাদের পরিবার উপস্থিত ছিলেন। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে।
সম্মাননা প্রাপ্ত ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধা কাঠালিয়ার পশুরিবুনিয়া গ্রামের শাহানা সিদ্দিকা, কীর্ত্তিপাশার ডুমরিয়ার সেফালি রানী রায়, সদর উপজেলার নথুল্লাবাদ বীরকাঠী গ্রামের মোসা আলেয়া বেগম(বীরঙ্গণা), ঝালকাঠির পশ্চিম চাদঁকাঠীর রামারানী দাশ সদর উপজেলার পোনাবালিয়া দিয়াকুল গ্রামের মোসাঃ সেলিনা রহমান, সদর উপজেলার কীর্ত্তিপাশার রুন্সি গ্রামের অঞ্জলী রায়, সদর উপজেলার নথুল্লাহবাদ গ্রামের সীমা বেগম(বীরঙ্গণা) ও একই উপজেলার চাচৈর গ্রামের খন্দকার মুন্নুজান।
Discussion about this post