বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীত বরগুনাগামী এমভি অভিযান ১০ লঞ্চ অগ্নিকান্ডে- হতাহতদের উদ্ধার কাজ জীবনের ঝুঁকি নিয়ে মানবিক ও সাহসী ভূমিকা রাখায় স্থানীয় ট্রলার চালক, নদী তীরের বাসিন্দা ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যসহ ১৫ জনক সংবর্ধনা দিয়েছে ঝালকাঠির প্রগতি লেখক সংঘ। মঙ্গলবার রাতে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট, নগদ অর্থ, ফুলের তাড়া ও মিষ্টি তুলে দেওয়া হয়। ঝালকাঠির প্রগতি লেখক সংঘের সভাপতি জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠান লখক, সাংবাদিক, উনয়নকর্মী, সমাজসবক ও স্বছাসবী সংগঠনর নতবদসহ বিভিন শ্রণির মানুষ উপস্তি ছিলন।
অনুষ্ঠান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক চিত্তরঞ্জন দত্ত, প্রবীণ সাংবাদিক হেমায়ত উদ্দিন হিমু, বিশিষ্ট আইনজীবী নাসির উদ্দিন কবির, আক্কাস সিকদার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপ, উপজেলা সমাজসবা কর্মকর্তা আল আমিন বাকলাই, সুশাসনর জন্য নাগরিক সুজন’র জেলা শাখার সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ ও প্রগতি লেখক সংঘর সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি।
Discussion about this post