বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি ঐতিহ্যবাহী পেয়ারা বাগানে আনন্দ ভ্রমন ও গৌরব ইকো পেয়ারা পার্ক পরিদর্শন করেছেন সদর উপজেলা পরিষদ নেতৃবৃন্দ।
আজ সকালে জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা নির্বাহী অফিসার সাবেকুন নাহার, নবগ্রাম মডেল হাইস্কুল এন্ড কলেজ সভাপতি জিনাত তাজমিন লিলি,ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ, গোলাম মাওলা মাসুম শেরনী,আবু সাইদ খান, শেখ সাবের আহম্মেদ ও কৃর্ত্তিপাশা ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রহিম মিয়া,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান পলাশসহ উপজেলার নেতৃবিন্দুরা পেয়ারা বাগানে আনন্দ ভ্রমন ও গৌরব ইকো পেয়ারা পার্ক পরিদর্শন করেন। ঝালকাঠির পেয়ারা ঐতিহ্যের বাহক। স্বাদে-গন্ধে অতুলনীয় সুস্বাদু এই পেয়ারা সু-খ্যাতি রয়েছে দেশ ও বিদেশে। বাংলাদেশের ফ্লোটিং মার্কেট ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভাসমান পেয়ারা হাট। সদর কিত্তীপাশা, শতাদশকাঠি ও ভিমরুলিসহ ৩০টি গ্রাম জুঁড়ে পেয়ারা বাগান। পুরুষের সাথে নারীরাও সমান কৃষি কাজে অবদান রাখছে।
এখন পেয়ারার ভরা মৌসুম।দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন পর্যটক আসছে ভাসমান পেয়ারা হাটে দেখতে। আনন্দ ভ্রমনের জন্য সুন্দর মনরম পরিবেশ। এসময় পর্যটকদের জন্য নতুন সাজে গৌরব ইকো পেয়ারা পার্ক দর্শনাথীদের মনমুগ্ধ কর পরিবেশে দৃষ্টি নন্দন পেয়ারা বাগান দেখার ও শিশুদের বিভিন্ন রাইডার স্থাপন করেছে। যা দর্শনাথীদের মনমুগ্ধ করবে।
Discussion about this post