বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলার ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদবাগান উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান ফলক উন্মচনের মাধ্যমে ছাদবাগানের উদ্বোধন করেন। এ সময় তিনি ছাদবাগানটি ঘুরে দেখেন। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো শাহ আলম ও পরে মেয়র মো লিয়াকত আলী তালুকদারসহ বিভিন্ম শ্রেনী পেশার মানুষ।
জেলা প্রশাসক মোঃ জোহর আলী জানান, ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ বিভিন্ন ফুল, ফল, সবজি ও ঔষধী গাছের বাগান করা হয়েছ। এতে সৌন্দর্য যেমন বদ্ধি পেয়েছে, তেমনি ছাদবাগানের ফল খাওয়া যাবে বছরজুড়ে।
পরে নবাগত বিভাগীয় কমিশনার মো আমিন উল আহসান সরকারি সেবা তৃণমূলে পৌছে দেবার লক্ষে জেলা প্রশাসনের কর্মকতা জনপ্রতিনিধি ও সুধীজনের সাথে মতবিনিময় সভা করেন। মঙ্গলবার বেলা ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলার সকল উপজলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও নির্বাহী কর্মকর্তা, সাংবাদিক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Discussion about this post