বাধন রায়, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় এ বছরের বোরো মৌসুমের আবাদ কর্তন সবেমাত্র শুরু হয়েছে। ইতিমধ্যেই খাদ্য মন্ত্রণালয় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ অভিযান কর্মসূচির আওতায় কৃষকদের ধানের ন্যায্য মুল্য দেয়ার লক্ষ্যে ১০২২ মে: টন ধান ক্রয়ের লক্ষমাত্রা দিয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৪৪৩ মে: টন, নলছিটি উপজেলায় ৫৪৫ মে: টন, রাজাপুর উপজেলায় ১৮ মে: টন ও কাঠালিয়া উপজেলায় ১৬ মে: টন ধান কৃষক পর্যায়ে ২৮ টাকা কেজি দরে ধান ক্রয় করবে। বিগত বছরের কেজি প্রতি ২৭ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ২৮ টাকায় ধান কিনছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের তথ্য সূত্র অনুযায়ী একজন কৃষক সবোর্চ্চ ৬ মে: টন ধান বিক্রি করতে পারবেন। ধান শুকিয়ে সর্বনিম্ন ১৪% আদ্রতা থাকা ধান জেলার ৪টি উপজেলার খাদ্য বিভাগের গোডাউনে এনে কৃষকদের বিক্রি করতে হবে। অন লাইনের অ্যাপসের মাধ্যমে কৃষকরা ধান বিক্রির জন্য কৃষিবিভাগে আগামী ১০ মে পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। ঝালকাঠি জেলায় ৪টি উপজেলার মধ্যে ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলা বোরো প্রধান এলাকা। জেলায় এ বছর সাড়ে ১১ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এই দুই উপজেলায়ই ১১ হাজার হেক্টরের অধিক জমিতে বোরো আবাদ হয়েছে। ধান সরকারী গোডাউনে বিক্রির জন্য আগ্রহী কৃষকের নিবন্ধন সংখ্যা বেশি হলে লটারির মাধ্যমে ধান বিক্রির কৃষক নির্বাচন করা হবে। ধান বিক্রির পরে কৃষকদের ধানের দাম তাদের স্ব-স্ব কৃষকের ব্যাংক এ্যাকাউন্টে জমা হবে।
Discussion about this post