মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি সংবাদতাদা:
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (কাঁঠালিয়া-রাজাপুর) আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ যুব সাংস্কৃতিক মুক্তি জোটের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো. মামুন সিকদার। আজ মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের কার্যালয় থেকে দলটির সাধারণ সম্পাদক মো. আমিরুল ইসলামের কাছ থেকে তিনি এই মনোনয়ন ফরম নেন।
আগামী নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে যুবকদের প্রতি আহ্বান জানিয়ে মো. মামুন সিকদার বলেন, যেকোনো নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি অন্য ভোটারদেরও উৎসাহ জোগায়।
Discussion about this post